kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ভাঙ্গার সেই স্বাস্থ্য কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকিরকে অবশেষে মাগুরা জেলা হাসপাতালে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডিএসএফ ফান্ডের টাকা আত্মসাৎ, করোনাকালে সরকারের অনুদান বণ্টনে অনিয়ম, জখনী সনদ বাণিজ্য করে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তর। এক পর্যায়ে গত মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলির আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকিরের দুর্নীতি, অনিয়ম ও বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে  সংবাদ প্রকাশিত হয়। এর পরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 সাতদিনের সেরা