kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলের লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিওি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ছড়িয়ে পড়া এ ভিডিও নিয়ে নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিডিওতে ৩ নম্বর শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাবু মিয়াকে কয়েকজনের সঙ্গে বসে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে। দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ মেসেঞ্জারে আদান-প্রদান, শেয়ার চলছে ভিডিওটি।

বিজ্ঞাপন

স্থানীয় যুবসমাজসহ সচেতন মহলে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। জনপ্রতিনিধিরা মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা করে সচেতন মানুষ। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে ইউনিয়নের প্রধান জনপ্রতিনিধি নিজেই ইয়াবা সেবন করছেন। এলাকার মানুষজন বলছে, চেয়ারম্যান তাঁর শপথ ভঙ্গ করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, ‘একটি কুচক্রী মহল ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আমার মানসম্মান ক্ষুণ্ন করবার জন্য। ’

উল্লেখ্য, সর্বশেষ ইউপি নির্বাচনে মো. লাবু মিয়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে শালনগর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

 

 সাতদিনের সেরা