kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ঘাটাইল বিএনপির পাল্টাপাল্টি সম্মেলন পণ্ড

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের ঘাটাইলে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির দুই গ্রুপের ডাকা উপজেলা ও পৌর বিএনপির পাল্টাপাল্টি সম্মেলন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

সম্প্রতি উপজেলা বিএনপি নেতাকর্মীরা আজাদ গ্রুপ ও নাসির গ্রুপে বিভক্ত হয়ে পড়লে তারা পৃথকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে। তারা পাল্টাপাল্টি সম্মেলনও ডাকে। গতকাল সকাল থেকেই উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সম্মেলন নিয়ে উত্তেজনা দেখা দেয়।

বিজ্ঞাপন

সম্মেলনে আসার পথে বিভিন্ন স্থানে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারিতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ তাদের সভা না করার অনুরোধ করে। এতে উভয় পক্ষ নির্ধারিত স্থানে সভা না করে নিজ বাসায় অবস্থান নিয়ে সভা করে।

 সাতদিনের সেরা