kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

কৃষকের ১০০ ড্রাগন গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে এক কৃষকের বাগানের বেশ কিছু ড্রাগন ও লেবুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন আজমি রহমান (২৯) নামের ওই কৃষক। তিনি উপজেলা সদরের মিঠাপুর গ্রামের প্রয়াত ফজলুর রহমানের ছেলে।

এই ঘটনায় গত বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

বিজ্ঞাপন

এর আগের দিন মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের পাশে অবস্থিত বাগানটিতে এই ঘটনা ঘটে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নিজের ২১ শতাংশ জমিতে ড্রাগন ফলের গাছ ও চায়না প্রজাতির লেবুগাছ বাণিজ্যিকভাবে চাষ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছেন আজমি রহমান। বর্তমানে ড্রাগন ও লেবুগাছগুলোতে ফল ও ফুল ধরতে শুরু করেছে। কিন্তু মঙ্গলবার রাতের আঁধারে কে বা কারা তাঁর বাগানের ১০০টি ড্রাগন গাছ ও ৩০টি লেবুগাছ কেটে ফেলে। আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় বাগানের মালিক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 সাতদিনের সেরা