kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

হাতীবান্ধায় আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্ধের দাবি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি   

২ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাতীবান্ধায় আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্ধের দাবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাদে নির্ধারিত জমিকে খাস খতিয়ানভুক্ত দেখিয়ে সেখানে চলছে আশ্রয়ণের ঘর নির্মাণের কাজ। এর প্রতিবাদে গতকাল এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ এনে তা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার পূর্ব নওদাবাস এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে ৩৭টি পরিবার অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আবুল হোসেন, এরশাদুল, সংশ্লিষ্ট ইউপি সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, তাঁরা অনেক বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। হঠাৎ করে শোনা যায় ওই জমি খাস হয়ে গেছে। আর স্থানীয় প্রশাসন এখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় মালামাল এনে রেখেছে। এ জন্য আদালতের আশ্রয় নিয়েছেন তাঁরা। রায় না হওয়া পর্যন্ত ওই জমিতে গুচ্ছগ্রামের ঘর যেন নির্মাণ করা না হয়, সে জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়ে কিছু জানা নেই। তবে ওই জমিটি খাস খতিয়ানভুক্ত। এ কারণে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে।  

 সাতদিনের সেরা