kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

শুল্ক স্টেশনকে রেলবন্দর দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবি জানিয়েছে ‘রেলবন্দর বাস্তবায়ন পরিষদ’। গতকাল শুক্রবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর ওই অঞ্চল পরিদর্শনে এলে তাঁর কাছে এ দাবি জানান পরিষদের নেতারা। এ সময় রেলবন্দরের দাবি ছাড়াও করোনা সংক্রমণ শুরুর সময় থেকে দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ থাকা বিভিন্ন ট্রেন পুনরায় চালু ও রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী আন্ত নগর ট্রেনগুলোর টিকিট রহনপুরেই প্রাপ্তিসহ বিভিন্ন দাবি সংবলিত একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় রেলপথ সচিবের কাছে।

এর আগে রেলপথ সচিব ট্রেনযোগে রহনপুর স্টেশনে পৌঁছলে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, সাবেক এমপি গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুরের ইউএনও আসমা খাতুন, শিবগঞ্জের ইউএনও আবুল হায়াত, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান প্রমুখ।

বিজ্ঞাপন

 সাতদিনের সেরা