kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

দুই জেলায় পৃথক অভিযানে ৩৫টি সোনার বার উদ্ধার

মেহেরপুর ও বেনাপোল প্রতিনিধি   

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোর ও মেহেরপুরে পৃথক অভিযানে ৩৫টি স্বর্ণের বার উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

যশোর : যশোরের শার্শা উপজেলার তিনটি পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চার কেজি ৯৩৩ গ্রাম ওজনের ২৯টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত মঙ্গলবার মালিপোতা, পুটখালী, রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের বারসহ তাঁদের আটক করে বিজিবি।

মেহেরপুর : ভারতে পাচারকালে ছয়টি সোনার বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে মেহেরপুর পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল ভোরে শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (২৪) ও কানিজ ফাতেমা (৪০) নামের দুজনকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের শরীর তল্লাশি করে কালো কসটেপ মোড়ানো ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।সাতদিনের সেরা