kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

ভালুকায় স্পিনিং মিলে আগুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকায় সারাজ ফাইবার টেক লিমিটেড নামক একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল ১০টায় উপজেলার মেদুয়ারী এলাকায় অবস্থিত কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থ্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টায় শ্রমিকরা ওই কারখানার একটি সুতার গোডাউনে হঠাৎ ধোঁয়া উঠতে দেখে মিলের শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ভালুকায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাঁদের সঙ্গে ত্রিশালের দুটি এবং ময়মনসিংহের দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক পরিমাণ জানা যায়নি।সাতদিনের সেরা