kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সড়কে গাছ ফেলে গণডাকাতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে আবারও রাতে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরের ঘটনায় চার-পাঁচজন যাত্রী আহত হয়েছে। গত রবিবার রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের মুজিবের ঠিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে সড়কধারের একটি বড় গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে ১৪-১৫ জনের একটি ডাকাতদল দেশি অস্ত্র নিয়ে সিএনজি, মাইক্রোবাস, ট্রাক, পিকআপে হামলা চালায়।

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মারধর করে কয়েক লাখ টাকার জিনিসপত্র লুট করে নেয়।সাতদিনের সেরা