kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

দুই শিক্ষককে অব্যাহতি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের ঘাটাইলে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষককে কেন্দ্রের পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলার সাগরদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। অব্যাহতিপ্রাপ্ত দুই শিক্ষক হলেন উপজেলার সাগরদীঘি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সোহরাব আলী ও ডা. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তায়েব আলী।

বিজ্ঞাপন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলার সাগরদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে তরিকুল ইসলাম নামের এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও তাতে নকলসহ হাতেনাতে ধরা হয়।

 সাতদিনের সেরা