kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

চিলমারীতে নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিলমারীতে নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ

কুড়িগ্রামের চিলমারীতে নৌ পুলিশ ফাঁড়ির দুই সদস্যের বিরুদ্ধে গতকাল বিক্ষোভ করেন মৎস্যজীবীরা। ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের চিলমারীতে নৌ পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।

গতকাল সকালে স্থানীয় মৎস্যজীবীরা চিলমারী নৌ বন্দর ঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলেদের জাল ধরে বাড়িতে নিয়ে এসে গোপনে বিক্রি করার অভিযোগ করে বক্তারা বলেন, চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ আক্কাস আলী ও এসআই শামসুল হক জেলেদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জাল আটক করে কেজি দরে বিক্রি করেন।

বক্তারা এই দুই পুলিশ সদস্যের অপসারণ দাবি করেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য দেন রমনা মডেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপনসহ অন্যরা।সাতদিনের সেরা