kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

লক্ষ্মীপুর

চিকিৎসকের বিরুদ্ধে প্রসূতিকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলক্ষ্মীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃমঙ্গল) চিকিৎসকসহ নার্স-কর্মচারীদের বিরুদ্ধে এক প্রসূতিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল দুপুরে চিকিৎসক রুবিনার নাম উল্লেখ ও পাঁচজনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী পপি বেগম। তিনি সদর উপজেলার পালেরহাট এলাকার ফল ব্যবসায়ী ইসমাইল হোসেনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, সাত মাসের প্রসূতি পপি বেগম সোমবার সকালে গর্ভবতীর টিকা দেওয়ার জন্য টিকার কার্ড নিয়ে চিকিৎসক রুবিনার রুমে যান।

বিজ্ঞাপন

এ সময় কার্ডে বয়স ভুল (২৭ বছর) উল্লেখ করে পেটে জারজ সন্তান রয়েছে বলে তাঁর সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করেন চিকিৎসক। এতে প্রতিবাদ করায় চিকিৎসক রুবিনা, নার্স শামিমা নাসরিন ও পিয়ন আলম তাঁকে কিল-ঘুষি মারেন। এতে তাঁর গর্ভের সন্তানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

পপি বেগম বলেন, ‘চিকিৎসক রুবিনা আমার গর্ভের সন্তানকে জারজ বলেছেন। এতে প্রতিবাদ করায় নার্স-কর্মচারীসহ তিনি আমাকে মারধর করেছেন। ’

নার্স শামিমা নাসরিন জানান, ‘প্রসূতি গর্ভবতী হওয়ার তারিখ ভুল ছিল। এটি বলায় তিনি চিকিৎসক রুবিনার ওপর ক্ষিপ্ত হয়ে জুতা হাতে নিয়ে মারার জন্য তেড়ে যান। তাঁকে মারধর করা হয়নি। ’

চিকিৎসক রুবিনা আক্তার বলেন, ‘ওই প্রসূতির টিকা কার্ডে তাঁর বয়স ২৭ বছর লেখা ছিল। তাঁর একটি ছেলে আছে ১৩ বছর বয়সের। এতে বয়স ভুল বলায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। ’

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই বেলায়েত হোসেন বলেন,  উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।সাতদিনের সেরা