kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

অধ্যক্ষকে স্থায়ী বহিষ্কারের দাবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅধ্যক্ষকে স্থায়ী বহিষ্কারের দাবি

দুর্নীতির অভিযোগে বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলামকে বহিষ্কারের দাবিতে গতকাল মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। ছবি : কালের কণ্ঠ

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় শহরের উপজেলা পরিষদসংলগ্ন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সদস্যরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিতে বক্তারা বলেন, অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকায় অধ্যক্ষ নূরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

শুধু এটি করলেই হবে না। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। সেই সঙ্গে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন বক্তারা।সাতদিনের সেরা