kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে রেললাইনে

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু সেতুর ওপর গাছের গুঁড়িবোঝাই ট্রাক উল্টে পাশের রেলওয়ে সড়কে কাত হয়ে পড়ে যাওয়ায় সেতুর ওপর দিয়ে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল করতে পারেনি। এ সময় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচলকারী ৯টি ট্রেন সেতুর দুই পাশের স্টেশনে আটকা পড়ে।

গত শনিবার রাতে বঙ্গবন্ধু সেতুর ২১ নম্বর পিলারের কাছে ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সোহরাওয়ার্দী জানান, রাত ১০টা ২২ মিনিটে সেতুর ওপর দুর্ঘটনার সংবাদ পেয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় সেতুর পূর্ব পারে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আটটি এবং পশ্চিম পারে একটি মিলে দুই পাশে মোট ৯টি ট্রেন আটকা পড়ে। এরপর সেতু কর্তৃপক্ষ ও পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও গাছের গুঁড়ি সরিয়ে নিলে রাত ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।সাতদিনের সেরা