kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

পীরগঞ্জ

ট্রেনের যাত্রাবিরতি দাবি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেট্রেনের যাত্রাবিরতি দাবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ স্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ। ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ স্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ অভিযানসহ নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সমাজসেবামূলক প্রতিষ্ঠান দোয়েল সংস্থার চেয়ারম্যান প্রভাষক তারেক হোসেন জানান, সম্প্রতি পঞ্চগড় থেকে সান্তাহার পর্যন্ত চালু হওয়া দোলনচাঁপা এক্সপ্রেসের ট্রেনটি ভোমরাদহ স্টেশনে থামে না। এতে করে দাপ্তরিক, চিকিৎসা, পড়াশোনা ও ব্যাবসায়িক কাজের জন্য দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও বগুড়া যাতায়াতকারী এই অঞ্চলের শত শত যাত্রী ট্রেনটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় ভোমরাদহ স্টেশনে দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতি একান্ত দরকার। বিষয়টির প্রতি দৃষ্টি দিতেই মানববন্ধন কর্মসূচি পালন করছেন তাঁরা।সাতদিনের সেরা