kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

চোরাই ডিজেলসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার লিটার চোরাই ডিজেলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে একটি তেলের ট্যাংকার ও দুটি ইঞ্জিনচালিত ট্রলার। আটককৃতরা হলেন পটুয়াখালীর মহিপুর থানার আবু সত্তার সরদারের ছেলে জলিল সরদার ও লক্ষ্মীপুরের কমলনগর থানার নবীন হোসেনের ছেলে তারেক রহমান। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলার মুক্তাপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরিসংলগ্ন ধলেশ্বরী নদীতে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে দুটি ইঞ্জিনচালিত স্টিলবডি ট্রলার, একটি ডিজেল তেলের ট্যাংকার ও আনুমানিক ২২ হাজার লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দসহ দুজন তেল চোরাকারবারিকে আটক করা হয়।

 সাতদিনের সেরা