kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

হাসপাতালে সেবা পেতে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা ভবনের সামনে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে একটি প্রতিনিধিদল এসব দাবি বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৯ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়; কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনো ব্যবস্থা নেয়নি।

বিজ্ঞাপন

চিকিৎসকরা নিয়মিত কর্মস্থলে না থাকায় বিভিন্ন সময়ে হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে রোগীরা পথেই মারা যায়।

 সাতদিনের সেরা