kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

হবিগঞ্জের সেই তরুণী আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের মাধবপুরে পুলিশের হস্তক্ষেপে বাবা ও সত্মায়ের নিষ্ঠুরতা থেকে মুক্ত করে চিকিৎসার জন্য পাঠিয়েও শেষ রক্ষা হয়নি ফাহমিদা (১৮) নামের তরুণীর। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার পর ফাহমিদাকে বিনা চিকিৎসায় একটি কক্ষে আটকে রাখেন তাঁর বাবা আলী আকবর ও সত্মা। মেয়েকে পরপুরুষ দেখে ফেলবে—এই অজুহাতে তাঁকে চিকিৎসকের কাছে না নিয়ে ঘরে রেখে চিকিৎসা করানোর কথা জানিয়েছিলেন ফাহমিদার বাবা।

বিজ্ঞাপন

প্রায় পাঁচ মাস ধরে অসুস্থ অবস্থায় সেখানে বন্দি থাকেন কোরআনে হাফেজ ওই তরুণী।

 

 সাতদিনের সেরা