kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

চাচা-ভাতিজাসহ পাঁচজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ গতকাল বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।

তাঁরা হলেন ময়মনসিংহের পাগলা থানার চরশাঁখচূড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিফাত (১৬), তার ভাতিজা একই গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসিন (৭) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৬টার দিকে হোসেনপুর সেতুর কাছে ইয়াসিন ও সিফাতের লাশ এবং সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে শামীমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাঁদের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নীলফামারীর সৈয়দপুরে খালে ডুবে তুহিন ইসলাম (৩) ও সাজিদ হোসেন (৩) নামের দুটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

 

 

 সাতদিনের সেরা