kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

গরম পানি ছুড়ে ঝলসে দেওয়া হলো প্রতিবন্ধীকে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের মণিরামপুরে পারিশ্রমিক চাওয়ায় আক্তার হোসেন (৩০) নামের বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের শরীরে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত চা দোকানি তরিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

আহত আক্তার হোসেন মণিরামপুর হাসপাতালে ভর্তি আছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাড়দিয়া বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চণ্ডীপুর গ্রামের মুনছুর সরদারের ছেলে আক্তার দীর্ঘদিন পাড়দিয়া বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। গতকাল সকালে তরিকুলের কাছে কাজের বিনিময়ে ১০ টাকা দাবি করেন আক্তার। তরিকুল টাকা না দিয়ে গরম পানি ছুড়ে আক্তারের শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেন। এ সময় সে প্রতিবাদ করলে তাঁকে ইট দিয়ে মারপিটও করেন তরিকুল। পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।সাতদিনের সেরা