kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

বাইচ দেখতে গিয়ে চাচা-ভাতিজা নিখোঁজ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে চাচা-ভাতিজা নিখোঁজ হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সাহেবের চর এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে। নিখোঁজ চাচা-ভাতিজা হলো গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে সিফাত (১৬) ও মনির হোসেনের ছেলে ইয়াছিন (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী হোসেনপুর থানার সাহেবের চর এলাকায় স্থানীয়দের উদ্যোগে সোমবার বিকেলে নৌকাবাইচের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় নৌকাবাইচ দেখতে গফরগাঁওয়ের চরশাঁখচূড়া গ্রামের একদল শিশু-কিশোর একটি ডিঙি নৌকা নিয়ে সাহেবের চর যাচ্ছিল। এ সময় নৌকাবাইচে অংশ নেওয়া একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডিঙি নৌকাটি ডুবে যায়।সাতদিনের সেরা