kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

স্বীকৃতির দাবিতে কোচ বর্মনদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি   

২৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি, সাংবিধানিক অধিকার নিশ্চিত করাসহ ১০ দফা দাবি ও প্রত্যয়নপত্র নিতে হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কোচ বর্মণ সম্প্রদায়। মানববন্ধনে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সভাপতি সন্যাসী রমেশ কুমার কোচ, আদিবাসীবিষয়ক কোয়ালিশনের সমন্বয়ক মাজহারুল ইসলাম, বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মণ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বকুল চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক দিনবন্ধু বর্মণসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় তাঁরা প্রত্যয়নপত্র পেতে হয়রানির ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন, রায়, সিংহ ও বর্মনের মধ্যে যারা নিজেদের আদিবাসী দাবি করে তাদের প্রত্যয়নপত্র দিতে হয়রানি বন্ধ করা, পঞ্চগড়ে আদিবাসী সাংস্কৃতিক একাডেমি গঠন, সম্মিলিত আদিবাসী উন্নয়ন পরিষদ গঠনসহ ১০ দফা দাবি তুলে ধরেন।

বিজ্ঞাপন

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানকে স্মারকলিপি প্রদান করে।সাতদিনের সেরা