kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

মহানন্দায় ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে শিমুল (৯) ও সুমন (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বায়াপাড়া ঘাটে নদীতে গোসল করতে নেমে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে ওই দিন বিকেলে শিশু শিমুলের লাশ উদ্ধার করে। অন্যদিকে শিশু সুমন নদীতে নিখোঁজ থাকে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে শিশু সুমনের ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশু শিমুল ইসলামপুরের টোলা গ্রামের জেনারুল হকের ছেলে ও শিশু সুমন শরিফ আলীর ছেলে।সাতদিনের সেরা