kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

মানিকগঞ্জে সেই শিশু পার্ক পরিষ্কার করা হচ্ছে

মানিকগঞ্জ প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমানিকগঞ্জে সেই শিশু পার্ক পরিষ্কার করা হচ্ছে

মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা শিশু পার্ক পরিষ্কার করা হচ্ছে। ছবি : কালের কণ্ঠ

মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা শিশু পার্কে পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আপাতত বন্ধ রাখা হলেও আগামী সাত দিনের মধ্যে এটি খুলে দেওয়া হবে। রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য রাখা হবে দুজন কর্মচারীকে।

মানিকগঞ্জ জেলাবাসীর দাবির মুখে ২০০৭ সালে কালেক্টরেট ভবনের সামনে প্রায় এক একর জমির ওপর শিশু পার্কটি স্থাপিত হয়।

বিজ্ঞাপন

নাম রাখা হয় মুক্তিযোদ্ধা শিশু পার্ক। সর্বশেষ গত ২০১৭ সালে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে শিশু পার্কটির উন্নয়নকাজ হয়। স্থাপন করা হয় ইলেকট্রিক ট্রেন, দোলনা, স্লিপার, বসার জন্য ছাউনিসহ, বেঞ্চ ও বাঘ, ভালুক, জিরাফ ইত্যাদি প্রাণীর ১৪টি ভাস্কর্য। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য মানিকগঞ্জ পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয় দুজন কর্মচারীকে। কিন্তু গত প্রায় আট মাস আগে পৌরসভা দুজন কর্মচারীকে সরিয়ে নিলে পার্কটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ে। কয়েক দিনের মধ্যেই জংলা লতাপাতায় ছেয়ে যায় বিভিন্ন রাইড, ভাস্কর্যসহ পুরো পার্কটি। শিশুদের খেলাধুলার বদলে সেখানে গড়ে ওঠে মাদকাসক্তদের আড্ডাখানা।

এ নিয়ে গত ৮ আগস্ট কালের কণ্ঠে প্রতিবেদন ছাপা হলে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ উদ্যোগী হয়ে এই পদক্ষেপ নেন।সাতদিনের সেরা