kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

শোকাবহ আগস্ট স্মরণে পাঠক-লেখক সৃষ্টির উদ্যোগ

চিতলমারী-কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশোকাবহ আগস্ট স্মরণে পাঠক-লেখক সৃষ্টির উদ্যোগ

‘শোক হোক শক্তি, বই হোক নিত্যসঙ্গী’—এই স্লোগান সামনে রেখে কালের কণ্ঠ শুভসংঘ বাগেরহাটের চিতলমারী উপজেলায় এবারের উদ্যোগ বইয়ের পাঠক ও লেখক সৃষ্টি। এতে শোকাবহ আগস্ট স্মরণে শিক্ষার্থীদের কাছ থেকে গল্প, কবিতা, ছড়া, রচনা লেখা প্রতিযোগিতাসহ বই পড়া ও প্রদর্শনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) মহাবিদ্যালয়ে সোমবার এই কার্যক্রম শুরু হয়। আগামী ২০ আগস্ট আইনজীবী কালিদাস বড়াল হত্যাকাণ্ডের ২২তম দিবস উদযাপন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত আলোচনা অনুষ্ঠানে লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মাধ্যমে এই উদ্যোগ সমাপ্ত হবে।

বিজ্ঞাপন

এতে সহযোগিতা করছে কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সংগঠন ‘বড়াল কলেজ সবুজ সাথি’।সাতদিনের সেরা