kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

হাসপাতালের সিঁড়িতে পড়ে ছিল নবজাতকটি

নওগাঁ প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহাসপাতালের সিঁড়িতে পড়ে ছিল নবজাতকটি

নওগাঁয় উদ্ধার হওয়া শিশু। ছবি : কালের কণ্ঠ

নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিঁড়িতে পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত রবিবার রাতে তাকে কিছুটা অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের চতুর্থ তলায় শিশুর কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান কয়েকজন কর্মচারী। শিশুটি সিঁড়িতে রাখা ছিল।

বিজ্ঞাপন

আশপাশে কেউ ছিল না। তাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালের ওয়ার্ড বয় মোহাম্মদ রাজু হোসেন বলেন, ‘হাসপাতালে সিঁড়িতে অনেক লোকের ভিড় দেখে আমি এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি সিঁড়িতে শোয়া অবস্থায় একটি শিশু কান্না করছে। লোকজন তাকে ঘিরে রেখেছে। এমন অবস্থায় শিশুটিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে আমার নিজ নামে ভর্তি করাই। ’

হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মুনিরা জান্নাত বলেন, ‘শিশুর অক্সিজেন স্বল্পতা থাকায় আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করি। একজন শিশু বিশেষজ্ঞ এসে তাৎক্ষণিক শিশুটিকে চিকিৎসাসেবা দেন। ’

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘নবজাতক উদ্ধারের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি জিডি করা হয়েছে। উদ্ধার নবজাতকের বয়স তিন থেকে চার দিন হতে পারে। ’

 সাতদিনের সেরা