kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক নিখোঁজ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মারুফ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরো দুজন পর্যটককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মারুফ গাজীপুরের মো. রেজাউল করিমের ছেলে।

কক্সবাজার সৈকত ব্যবস্থাপনা কমিটির সুপারভাইজার মো. মাহবুবুল আলম জানান, গতকাল সোমবার সকালে সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে তিন সহপাঠী নিখোঁজ হন।

বিজ্ঞাপন

সেখান থেকে দুজনকে উদ্ধার করতে পারলেও একজন ভেসে যায়।

সৈকতের উদ্ধারকর্মীরা জানান, সৃষ্ট লঘুচাপের কারণে সাগর এখনো অশান্ত। এমন পরিস্থিতিতে পর্যটকদের গোসল করা থেকে বিরত থাকতে বলা হলেও তা মানা হচ্ছে না। এ কারণে দুর্ঘটনা ঘটছেই।

উদ্ধারকৃত দুজন কক্সবাজার সদর হাসপাতালে  চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

 সাতদিনের সেরা