kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রীদের মারামারি তদন্তে কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের পদধারী চার ছাত্রীর মধ্যে মারামারির ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বেগম খালেদা জিয়া হল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল।

হলের সিনিয়র শিক্ষক শাহ আলমকে আহ্বায়ক, হলের আবাসিক শিক্ষক উম্মে হাবিবাকে সদস্যসচিব ও সহকারী প্রক্টর আহসানুল কবির ও হাসান মুহাম্মদ রোমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপনসাতদিনের সেরা