kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

৮৪ বছরের বৃদ্ধকে অর্থ, শতাধিক হনুমানকে খাবার

হবিগঞ্জ ও কেশবপুর (যশোর) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৮৪ বছরের বৃদ্ধকে অর্থ, শতাধিক হনুমানকে খাবার

খোয়াই নদীর পশ্চিমে হবিগঞ্জ সদর উপজেলার আছিপুর গ্রামের বাসিন্দা ৮৪ বছরের আব্দুল বারিক। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা আব্দুল বারিক ৫০ বছর ধরে ফেরিওয়ালা হিসেবে সবজি আর ফল বিক্রি করে আসছেন। সন্তানরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এই বৃদ্ধ বয়সেও কাঁধ থেকে বোঝাটা নামাতে পারেননি।

বিষয়টি কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভসংঘ হবিগঞ্জ জেলা কমিটির সদস্যদের চোখে পড়লে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় আব্দুল বারিকের হাতে তাঁরা তুলে দেন পুঁজির টাকা।

বিজ্ঞাপন

এদিকে যশোরের কেশবপুরে শুভসংঘের উদ্যোগে বিরল প্রজাতির ক্ষুধার্ত শতাধিক কালোমুখো হনুমানকে খাবার দেওয়া হয়েছে। গতকাল সকালে উপজেলার মাদারদাঙ্গা, খতিয়াখালী ও হাসপাতাল এলাকায় হনুমানদের কলা, পাউরুটি ও বাদাম খেতে দেওয়া হয়।সাতদিনের সেরা