kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদ

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিআরটিসি বাস বন্ধের প্রতিবাদ

ফরিদপুরের বোয়ালমারী-ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে গতকাল মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে ২১টি সংগঠনসহ এলাকাবাসী। ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের বোয়ালমারী-ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ২১টি সংগঠনসহ এলাকাবাসী। এ সময় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

গতকাল বৃহস্পতিবার সকালে বোয়ালমারী পৌর বাস টার্মিনালের সামনে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, পদ্মা সেতু চালু হওয়ার পর ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে দাবি ওঠে ফরিদপুর, নগরকান্দা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চালু করার।

বিজ্ঞাপন

দাবির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বোয়ালমারী থেকে পদ্মা সেতু হয়ে রাজধানীর গুলিস্থান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।সাতদিনের সেরা