kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

রহস্যময় আগুন ইউপি সদস্যের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরগুনার বেতাগীতে অগ্নিদগ্ধ ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম টিনশেডের একটি ঘরে বসবাস করতেন। গত মঙ্গলবার গভীর রাতে ওই বসতঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

এ সময় শামীম ও তাঁর স্ত্রী সূচি আক্তার অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত শামীমকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।   বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, ‘পুলিশ আগুন লাগার সঠিক রহস্য খুঁজে বের করতে তৎপর রয়েছে। ’সাতদিনের সেরা