kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

আদালতে আরো দুই আসামির আত্মসমর্পণ

সিলেট অফিস   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় আরো দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন মামুন ও সাজন নামের ওই দুই আসামি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুই আসামি আজ আদালতে আত্মসমর্পণ করার পর আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার ওসমানী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা এবং হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে হওয়া পৃথক দুটি মামলার আসামি আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেকের ভাতিজা।সাতদিনের সেরা