kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষক আহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম (৫৫) আহত হয়েছেন। পরে সহকারী শিক্ষকরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে।

বাগবাড়ী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয় ২০০০ সালে।

বিজ্ঞাপন

প্রায় এক বছর ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অফিসকক্ষ, শ্রেণিকক্ষ ও বারান্দার ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় পরিত্যক্ত এই ভবনেই পাঠদান চলছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা আক্তার বলেন, গতকাল বিকেল ৩টার দিকে শ্রেণিকক্ষে ক্লাস চলছিল। এ সময় প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম অফিসকক্ষে বসে কাজ করছিলেন। হঠাৎ সিলিং ফ্যানের কম্পনে ছাদের পলেস্তারা খসে তাঁর ওপর পড়ে। এতে তিনি মাথায়, বুকে ও হাতে আঘাত পান।সাতদিনের সেরা