kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

মদনে সহপাঠীকে ছুরিকাঘাত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনেত্রকোনার মদনে বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বে সহপাঠীকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রবি আউয়াল বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাকে ছুরিকাঘাত করে একই শ্রেণির শিক্ষার্থী ফাহিম।

বিজ্ঞাপন

ঘটনার পর আহত রবিকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আহত রবি উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকন্দা গ্রামের হেলিম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বালালী গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে। অভিযুক্ত ফাহিম বাঘমারা গ্রামের জম্মাত মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 সাতদিনের সেরা