হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় গত নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার রাহেল চৌধুরী হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকার দীর্ঘ শুনানি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রাহেল চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন