রাজবাড়ীর নাইম শেখকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। গতকাল রবিবার দুপুরে শুভসংঘের সদস্যদের উপস্থিতিতে নাইমের হাতে ভর্তির অর্থ তুলে দেন তিনি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৫৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২৩তম স্থান অর্জন করেন নাইম। অতি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সুযোগ পেয়েও অর্থের অভাবে সেখানে ভর্তি হতে পারছিলেন না তিনি।
বিজ্ঞাপন