kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

হিযবুত তাহ্রীরের লিফলেট

চট্টগ্রামের আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর বিচারব্যবস্থা নিয়ে চট্টগ্রামে লিফলেট বিতরণ করে হুমকি দিয়েছে। এতে চট্টগ্রামের আদালতপাড়ায় আতঙ্ক দেখা দিয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ আদালতপাড়া এবং বিচারকদের বাসায় নিরাপত্তা বাড়িয়েছে। আদালতপাড়ায় দুই শিফটে পুলিশ প্রহরা বসানো হয়েছে।

বিজ্ঞাপন

সেই সঙ্গে হিযবযুত তাহ্রীর সদস্যদের গ্রেপ্তারে তৎপর হয়েছে পুলিশ।

গতকাল আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে বৃহস্পতিবার হুমকির বিষয়টি পুলিশ ও আদালতের নজরে আসে।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আদালতপাড়া ও বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ’সাতদিনের সেরা