পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
আফছার আলীর অভিযোগ, উপজেলার পাথরঘাটায় তাঁর
নিজের জায়গার ওপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করায় পাশের খাস জমিতে তিনি গাছ লাগিয়ে ভোগদখল করছেন। কিন্তু তিন দিন আগে তাঁর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ, আলতাব হোসেনসহ কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে ওই গাছ কেটে সেখানে মাটি ফেলতে শুরু করেন।
বিজ্ঞাপন