kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

পুলিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

নোয়াখালী প্রতিনিধি   

১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে পুলিশের ৪৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম। তিনি বলেন, পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি এবং যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান বর্তমান সরকারের একটি অঙ্গীকার। এ ক্ষেত্রে ট্রেনিং সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ায় এবার তিন হাজার ট্রেইনি বিফুট কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে নোয়াখালীতে প্রশিক্ষণ নিয়েছেন ৫৩৯ জন। পরে প্রধান অতিথি সেরা প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

 

 সাতদিনের সেরা