kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

জমির বিরোধে ভাইয়ের চোখ তুলে ফেলার চেষ্টা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি   

১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর জখম ওবাইদুল খান উপজেলার পত্তাশী গ্রামের মৃত চাহেব আলী খানের ছেলে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত ওবাইদুলের স্ত্রী সুমা বেগম সাংবাদিকদের জানান, ওবাইদুলকে তাঁর বড় ভাই আসলাম খান গত বুধবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে রড দিয়ে পিটিয়ে এক চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন।

ওবাইদুলের ছোট বোন কাকুলি বেগম জানান, তাঁর ওই ভাইদের মধ্যে প্রায়ই জমি নিয়ে বিরোধ হয়।

ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান, তাঁরা বিষয়টি জেনেছেন এবং আহত ওবাইদুলকে চিকিৎসা করাতে বলেছেন পরিবারকে। পরে তাঁর পরিবার থানায় মামলা করলে আইনি ব্যবস্থা নেবেন।

 

 সাতদিনের সেরা