নওগাঁর আত্রাইয়ে গ্রাম্য সালিসে এক গৃহবধূকে বেত্রাঘাতের অভিযোগে অবশেষে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় পুলিশ একই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার হাতিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন চেরু (৫০), তোফাজ্জল হোসেন (৫০), রুহুল আমিনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
তবে ঘটনার মূল হোতা সাদ্দাম ও আব্দুস ছালাম মুন্সিকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তাঁরা এখনো ওই গৃহবধূকে হুমকি দিচ্ছেন বলে মামলার বাদীর অভিযোগ।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুত্ফর রহমান বলেন, ‘মামলার পরপরই আমরা অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ’
নির্যাতনের শিকার গৃহবধূর মেয়ের ছবি বিকৃত করে ছড়িয়ে দেন উপজেলার হাতিয়াপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক।