নীলফামারীতে খাবার পানিতে চেতনানাশক মিশিয়ে বাসাবাড়ির সদস্যদের অচেতন করে চুরি করে আসছিল একটি চক্র। ওই চোরচক্রের ‘চেয়ারম্যান’খ্যাত ফজল আলীসহ (৩৯) ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।
বিজ্ঞাপন