চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে এই অভিযান চলে। ওই পাঁচজনের কাছ থেকে পাঁচটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন অভিযোগে মামলা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন নগর ছাত্রদলের সহসম্পাদক মো. সাইফুল (৩২), দেলোয়ার হোসেন (২১), মোহাম্মদ আবিদ (২০), মো. সাজ্জাদ (২০) ও মো. ইমরান (২৩)। পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, রহমাননগর এলাকার কে ব্লক বাই লেনের একটি বাসায় বসে নাশকতার পরিকল্পনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।