খুলনায় ৫০০ গ্রাম গানপাউডারসহ এক ব্যক্তিকে আটকের পর পুলিশ সহযোগীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে। এতে তিন পুলিশ পরিদর্শক শাহারিয়ার হাসান, উপপরিদর্শক রাকিবুল ইসলাম ও কনস্টেবল মাহাবুব ইসলাম আহত হন। পরে নগরীর দুটি থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে যশোর থেকে ৫০০ গ্রাম গানপাউডার আনার পথে পূর্ব বানিয়াখামার এলাকার মো. খায়রুল আলম পুলিশের হাতে আটক হন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁর সহযোগীর নাম জানা যায়। রাত সাড়ে ১০টার দিকে খানজাহান আলী থানা পুলিশ খায়রুলকে নিয়ে বানিয়াখামার এলাকায় অভিযানে আসে। এ সময় খায়রুলের বাবা মোহম্মদ আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা খায়রুলকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সদর থানা ও গোয়েন্দা পুলিশ তাদের সঙ্গে যুক্ত হয়।
পরে অভিযান চালিয়ে বানিয়াখামার এলাকার ইব্রাহীম ও ইসমাইলকে গ্রেপ্তার করে।
খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, গানপাউডার ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা হয়েছে।
খুলনা থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।