kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

সংক্ষিপ্ত

বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় আটক

বেনাপোল প্রতিনিধি   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের বেনাপোল সীমান্ত থেকে বিদেশি ভিসা লাগানো পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামের এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাঁকে আটক করে বিজিবি। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রিপিস ও কসমেটিকস উদ্ধার করা হয়। আটক ইউসুফ আলী শেখ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার বাষানপোতা গ্রামের আমিন শেখের ছেলে।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারতীয় ওই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগের মধ্যে পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২টি বিভিন্ন ধরনের কসমেটিকস এবং ভারতীয় অন্যান্য সামগ্রী পাওয়া যায়।সাতদিনের সেরা