যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিদেশি ভিসা লাগানো পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামের এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাঁকে আটক করে বিজিবি। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রিপিস ও কসমেটিকস উদ্ধার করা হয়। আটক ইউসুফ আলী শেখ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার বাষানপোতা গ্রামের আমিন শেখের ছেলে।
বিজ্ঞাপন