রংপুর নগরীর বুড়িরহাটে ডা. আব্দুল গনি ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভবন ভেঙে দেওয়া হয়েছে। ছবি : কালের কণ্ঠ
রংপুর নগরীর বুড়িরহাটে ডা. আব্দুল গনি ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাতটি নির্মাণাধীন কক্ষ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অধ্যক্ষ হাকিম মো. মোকছেদুল আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী ও অধ্যক্ষ জানান, রংপর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের পরশুরাম থানার বুড়িরহাট বটতলা এলাকায় হাসপাতালটির নির্মাণকাজ চলছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ফেরদৌস আলম ও আঙ্গুরা বেগম নামের দুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পরে পুলিশ ফেরদৌস আলমকে বুড়িরহাট বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে।