রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্রের ছবি তোলায় ওষুধ কম্পানির পাঁচ রিপ্রেজেন্টেটিভকে (বিক্রয় প্রতিনিধি) বেঁধে রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এ সময় জড়িত আনসার সদস্যদের বিচার দাবি করা হয়। গতকাল সোমবার সকাল ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি থেকে রামেক হাসপাতালের পরিচালকেরও বিচার দাবি করা হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান ও শফিউর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন