kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সেশনজট নিরসন দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

পাবনা প্রতিনিধি   

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেশনজট নিরসন দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

সেশনজট নিরসন, নিয়মিত ক্লাস পরীক্ষা গ্রহণসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রবিবার ক্যাম্পাসে নিজ বিভাগের বারান্দায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বিভাগীয় চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহকে অবরুদ্ধও করে রাখেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে তাঁদের দাবি বাস্তবায়নের জন্য উপাচার্য ড. হাফিজা খাতুনের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপাচার্যের মন্তব্য জানা যায়নি।

এদিকে বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি পূরণের মৌখিক আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিতের অনুরোধ জানান বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুল্লাহ।

 

 সাতদিনের সেরা