kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

লেভেলক্রসিংয়ে ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি   

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলেভেলক্রসিংয়ে ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ

নাটোরের নলডাঙ্গায় গত শুক্রবার রাতে চিলাহাটিগামী আন্ত নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ভটভটি। ছবি : কালের কণ্ঠ

নাটোরের নলডাঙ্গায় চিলাহাটিগামী আন্ত নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ভটভটি দুমড়েমুচড়ে গেছে।

তবে ভটভটির চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান। গত শুক্রবার গভীর রাতে উপজেলার নলডাঙ্গা বাজারের লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ওই সংঘর্ষের কারণে সীমান্ত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়।

বিজ্ঞাপন

এতে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

মাধনগর রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানান, শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন লেভেলক্রসিং দিয়ে একটি ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) পার হচ্ছিল।

ওই সময় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন এসে ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি দুমড়ে-মুচড়ে ৫০ গজ দূরে ছিটকে পড়ে। তবে সংঘর্ষের বিষয়টি বুঝতে পেরে ভটভটিচালক আগে সরে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

মাধনগর রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল হামিদ আরো জানান, সংঘর্ষে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এই পথে।

পরে ঈশ্বরদী থেকে আরেকটি ইঞ্জিন এনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে মাধনগর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে সীমান্ত ট্রেনের বিকল ইঞ্জিন পাল্টে মাধনগর থেকে ভোরে ট্রেনটি ছেড়ে যায়। এতে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধার কাজ শেষে বিকল ইঞ্জিনটিকে মেরামতের জন্য পাঠানো হয়েছে।সাতদিনের সেরা