টাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে সামিয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় মৌলভীবাজারের জুড়ীতে বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল এসআর পাড়ায় স্কুলছাত্রী সামিয়ার মৃত্যুর ঘটনা ঘটে। মৃত সামিয়া ওই এলাকার অটোরিকশাচালক ছানোয়ার হোসেনের মেয়ে।
বিজ্ঞাপন
এদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুশ্চিম জুড়ী ইউনিয়নের বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া ধামাই চা-বাগানের চা শ্রমিক রণ রিকমনের (৪০) লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালের দিকে ধামাই চা-বাগানের নতুন টিলা এলাকায় ভাসান পানিতে তাঁর মৃতদেহ ভেসে ওঠে।